নিজস্ব প্রতিবেদক ।। ঝিকরগাছার পল্লীতে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে শহিদুল ইসলাম নামের এক দূর্বত্তের বিরুদ্ধে মুরগীর খামার ও বিচালি গাদার আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাাটি ঘটেছে উপজেলার উলাকোল গ্রামে। জানা গেছে, ঝিকরগাছা উপজেলার উলাকোল গ্রামের মৃত ইমাম মন্ডলের ছেলে আব্দুর রশিদ উলাকোল মৌজার ২৬৯ দাগে ১১ শতক জমি বাপদাদার পৌত্রিক সম্পত্তি হিসাবে দীর্ঘ ৩০ বছর যাবৎ ভোগ দখল করে আসছে। সম্প্রতি একই গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে শহিদুল ইসলামের নামে ওই জমি ভুল বশতঃ রেকর্ড হওয়ায় শহিদুল ইসলাম নিজের জমি দাবী করে জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই জের ধরে মঙ্গলবার দিবাগত গভীর রাতে আব্দুর রশিদের বাড়িতে যেয়ে শহিদুল সহ ৫/৬ দূর্বৃত্তরা হামলা চালিয়ে মুরগীর খামার ও বিচালি গাদার অগ্নি সংযোগ করেন। এসময় আব্দুর রশিদ বাধা দিতে গেলে শহিদুল ইসলামের ছেলে এলাকার দূধর্ষ সন্ত্রাসী আবু রাসেল সহ ৫/৬ সন্ত্রাসী আব্দুর রশিদকে ব্যাপক মারপিট করে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এবিষয়ে ভুক্তভোগী আব্দুর রশিদ বলেন, আমার বাপদাদার পৌত্রিক সম্পত্তি হিসাবে দীর্ঘ ৩০ বছর যাবৎ আমি এই জমি ভোগ দখল করে আসছি। ভুল বশতঃ এই জমি শহিদুলের নামে রেকর্ড হওয়ায় শহিদুল নিজের জমি দাবী করে জবরদখল করার চেষ্টা করছে। তাই মঙ্গলবার দিবাগত রাতে শহিদুল ও তার ছেলে আবু রাসেল আমার বাড়িতে এসে হামলা চালিয়ে আমাকে মারপিট করে এই অগ্নি সংযোগ করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এব্যাপারে অভিযুক্ত শহিদুল ইসলামের মুঠো ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে এড়িয়ে যান।