আঃ জলিল।। মনে করে দেয় শিল্পী ভুবেন হাজারিকার বিখ্যাত সেই গানটি- মানুষ মানুষের জন্য, জিবন জিবনের জন্য একটু সহুনুভুতি কি মানুষ পেতে পারেনা ও বন্ধু……..সেই বিখ্যাত গানের সুরের সাথী হয়ে দাড়ায় স্বাধীন নিউজ ২৪ সহ বিভন্নি গন মাধ্যম।
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকা সাংবাদিক ভাইদেরও ফেসবুক বন্ধুদের সহযোগিতার মধ্যে দিয়ে সংবাদ প্রচারের মাধ্যমে যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়ন এর ১ ওয়ার্ডের বকুলিয়া গ্রামের শতবর্ষ মোনছোপ আলী, তাহার বোন নবিছন বেগম পেলো বুহু দিনের সেই আশা আখাংকার বয়স্ক ভাতার কার্ড।
ইং ১৯ এবং ২০ই মার্চ বিভিন্ন সংবাদ মাধ্যমে শতবর্ষ মোনছোপ আলীর বিষয়ে গন মাধ্যম প্রচার হলে বিষয়টি ভাইরাল হয়।
সেই ধারাবাহিকতায় যশোর জেলার ঝিকরগাছা উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা এবং সমাজ সেবা অধিদপ্তরের প্রচেষ্টায় শতবর্ষ মুরুব্বি ব্যাপারটি আমলে আনে এবং তাদের নির্দেশেক্রমে খুব অল্প সময়ের মধ্যে উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের ১নংওয়ার্ডের বকুলিয়া গ্রামের শতবর্ষ পার করা সেই মোনসেপ আলী ও তাহার বোন নবীসন বেগমের বয়স্ক ভাতার কার্ড হস্তান্তর করার নিদর্শনা দেওয়া হয়।
সে আলোকে ইং ০৬/০৪/২১ তাং সোমবার দুপুর ১টার সময় তাহার নিজ গ্রাম বকুলিয়ায় গিয়ে এ বয়স্ক ভাতার কার্ড দুই ভাই বোনের হাতে তুলে দেওয়া হয়।
এসময় উপস্হিত ছিলেন অত্র ইউনিয় পরিষদের সম্নানিত চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ মোঃ নিছার উদ্দিন,ঝিকরগাছা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আয়ূব হোসেন, দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান,শংকরপুর ১নং ওয়ার্ড মহিলা মেম্বর আলেয়া ফেরদৌস,এস এ টিভির শার্শা প্রতিনিধি সাংবাদিক জসীম উদ্দীন, সাংবাদিক আব্দুল জলিল,জিল্লুর রহমান প্রমূখ।