বিশেষ প্রতিনিধি।।
দেশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল গণতন্ত্র চর্চা করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, যাদের নিজেদের ঘরে গণতন্ত্র নেই, তারা বাইরের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা আশা করা যায় না।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে তার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছেন। আজকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রয়াণ দিবসে আমাদের প্রতিজ্ঞা হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা প্রয়োজন যেটি আওয়ামী লীগ ছাড়া কেউ করে না।
আওয়ামী লীগ ছাড়াও এদিন বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংঠনসমূহ সোহরাওয়ার্দীর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে।