বিশেষ প্রতিনিধি।।
যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল গরু হাটের পশ্চিম পাশে পাকারাস্তা উপর থেকে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ফারক(২৪)নামে ১মাদক ব্যাবসায়ী যুবককে আটক করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
ইংরেজি ১৯/৯/২০তাং শনিবার বেলা ১ টার সময় বাগআঁচড়া তদন্তনাধীন বাগআঁচড়া সাতমাইল পাকারাস্তার পশ্চিম পাশ থেকে ফেন্সিডিল ও মটর সাইকেল সহ মাদক ব্যাবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক মাছুদ বাগআঁচড়া সাতমাইল গরু হাটের পশ্চিম পাশে পাকারস্তা থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিল ও মটর সাইকেলে লুকিয়ে থাকা অবস্থা মটর সাইকেল সহ ওই যুবক কে আটক করে।
আটকৃত আসামি হলেন শার্শা উপজেলার গোগা ইউনিয়ন এর গোগা গ্রামের শাহিন হোসেনের ছেলে ফারুক(২৪)।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বিশ্বাস বলেন মটর সাইকেলে লুকিয়ে রাখা মাদক ব্যাবসায়ী আসামিকে মাদক দ্রব্য আাইনে মামলা দিয়ে শার্শা থানার মাধ্যমে কোর্ট হাজতে প্রেরন করা হবে।