নিজস্ব প্রতিবেদক।।
শার্শার বাগআঁচড়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় মোস্তাব সরদার (৫২) নামের এক কথিত আওয়ামীলীগ নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগআঁচড়া মাঠপাড়া গ্রামে। খবর পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আনোয়ারুল আজীম ঘটনাস্থলে যেয়ে কপোত-কপোতীকে স্থানীয় জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে। জানাগেছে, যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া মাঠপাড়া গ্রামের মৃত খোশালী সরদারের ছেলে কথিত আওয়ামীলীগ নেতা মোস্তাব সরদার বৃহস্পতিবার সন্ধ্যায় একই গ্রামের মুকতার আলীর স্ত্রী শিলার (৪০) সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়। এসময় স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থল ঐ গ্রামের মৃত ধানদার মোল্লার ছেলে আহম্মদ মোল্লার দ্বিতল ভবণে অনৈতিক কাজ করা অবস্থায় হাতেনাতে আটক করে। পরে সংবাদ পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আনোয়ারুল আজীম সঙ্গীয় ফোর্স নিয়ে কপোত-কপোতী দ্বয়কে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। এরিপোর্ট লেখা পর্যন্ত কপোত-কপোতী দ্বয় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে আটক ছিল।