আঃজলিল।।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের একজন কর্মী হিসেবে স্বীকৃতি পেলেন যশোরের শার্শা উপজেলার কৃতি সন্তান উদ্ভাবক মিজান।
জনগণ ও দেশের জন্য কাজ করার অঙ্গীকার করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে মানবাধিকার ফাউন্ডেশনের পরিচয় পত্র হাতে পেলেন তিনি। সোমবার দুপুরে পরিচয় পত্রটি হাতে পাওয়ার পরে তিনি তার জীবনের আরো একটি সফলতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে সবার কাছে দোয়া কমনা এবং সহযোগিতার তুলে ধরেন।
একজন সাধারণ মটর ম্যাকানিকের একের পর এক উদ্ভাবনী এবং সমাজ ও সমাজের মানুষের জন্য নানাবিধ কাজ করার জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার ও স্বীকৃত সনদ সহ অসংখ্য সম্মাননা পুরস্কার। হয়েছেন সেবক সংগঠন ও মানবাধিকার ফাউন্ডেশনের সদস্য।
তার এবারের সফলতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গত তিন মাস আগেই তিনি এই মানবাধিকার ফাউন্ডেশনের জন্য মনোনিত হয়েছিলেন তবে স্বীকৃতি সরুপ আইডি কার্ড ও আনুষাঙ্গিক জিনিসপত্র না পাওয়ায় এতোদিন বিষয়টি সামনে আনা হয়নি।
আজ আমি অনেক সুখি এবং অনেক খুশি। আত্মমানবতায় যেন আগামী পথে এগিয়ে যেতে পারি তার জন্য সকলের কাছে দোয়া ও ভালবাসা কামনা করছি। উদ্ভাবক মিজান শার্শার শ্যামলাগাছী গ্রামের মৃত: আক্কাস আলী মোড়লের ছেলে।